বেলা শেষে ক্লান্ত শহর গুনছে প্রহর |এ যেন এক রূপকথা লিরিক্স

বেলা শেষে ক্লান্ত শহর গুনছে প্রহর |

Bela sehes kalnto shohor lyrics | jeno ek rupkotha lyrics

বেলা শেষ ক্লান্ত শহর, গুনছে প্রহর কফির উষ্ণতায় !
সিঁড়ি ঘর, আলো আঁধার, খুচরো লেখা,ছেড়া কাগজে তাই !

ভিড় জমে টিউশনে, কথা রা জমে মনে
ফেলে যাওয়া রোদ্দুর থাকে চিলেকোঠায়,
চুলে লাগা আলোতে, তাকে লাগা ভালোতে,
লিখে গল্প ঘড়ির কাঁটায় !!!!

এ যেন এক রূপকথা ,এ যেন এক রূপকথা ।

স্বপ্ন এসে,এসএমেস এ, দেয় ধরা বিশ্বজয়ের আবেশে,
গুটিসুটি ইচ্ছে ডানা মেলে, হিমেল হতে চাই হিমের দেশে,
নিজেই বুনে কল্পকাহিনী, অবিলাসা মিটায় চাহিদায়,
বিন্দু ব্যথায়,কেশম হলে, তাই কাজ করে হারায় সাড়া
এ যেন এক রূপকথা,এ যেন এক রূপকথা !!!!

রাত জাগা রংতুলি, স্কুলের খাতায় তার প্রতিকৃতি,
পড়ার ফাকে কোন মেঘলা দিনে, বললাম রেখে দিও স্মৃতি,
ফিরতি পথে,চোখ যায় ফুটপাতে, বৃষ্টি শেষ ঝরা পাতা
রাস্তার ধারে পরে সেই উপহার, শাণিত অর্থহীনতা!!!!!!!

এ যেন এক রূপকথা ,এ যেন এক রূপকথা ।
এ যেন এক রূপকথা ,এ যেন এক রূপকথা ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Post-by: Admin-Sobnews