গ্রিন বিশ্ববিদ্যালয়ের ২৩ তারিখের পরিক্ষা পিছিয়ে গেল
আগামী ২৩ তারিখে গ্রিন ইউনিভারসিটি অথোরিটি বঙ্গবন্ধু ইন্টার ইউনিভারসিটি স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২ এ অংশগ্রহন করার লক্ষে আগামী ২৩ নভেম্বর প্রতিটি ডিপার্টমেন্ট থেকে সিটি ক্যাম্পাস থেকে ২৫৫ জন ও পার্মানেন্ট ক্যাম্পাস থেকে ১০০ জন স্টুডেন্টকে সাথে নিয়ে এক বিশাল বহর নিয়ে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এ যাওয়ার পরিকল্পনা গ্রহন করেছে।
কি কি সুবিধা থাকবেঃ
- অংশগ্রহণকারী সকল কে ফ্রি ট্রান্সপোর্টেশন দেওয়া হবে।
- প্রবেশের আগেই লাঞ্চের প্যাকেট দেওয়া হবে
- সবাই গ্রিন বিশ্ববিদ্যালয়ের পতাকা হাতে নিয়ে যাবে।
কয়জন জেতে পারবে ?
- সিএসই - ৭৫ জন
- ইইই - ৭৫ জন
- টেক্স- ১৫ জন
- জিবিএস- ৩৫ জন
- জেএমসি- ২৫ জন
- ল- ১০ জন
- ইংলিশ- ১৫ জন
- সোশিয়লজি - ৫ জন
এছাড়াও প্রতিটি ডিপার্টমেন্ট থেকে সম্মানিত ফ্যাকাল্টিগন যাবেন আগামী ২৩ নভেম্বর।এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।তাই বলাই যাচ্ছে আগামী ২৩ তারিখের পরিক্ষা পিছিয়ে জেতে পারে। যদিও এ ব্যাপারে অফিসিয়াল নোটিস আসে নী।
নিচের ছবিটি খেয়াল করুন তবে বুঝতে পারবেন আসা করি।আর আমার সাইটটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন।
credit: Nadia
This comment has been removed by the author.