বন্ধ হতে যাচ্ছে ৩ জি | মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান
মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান | নেট চলে না কেন
৩-জি নেট চলে না কেন ?
গত ০৮ ই নভেম্বর
Telecom-and-Technology Reporters Network Bangladesh (TRNB) এবং রবির যৌথ
উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ
মোস্তফা জব্বার জানিয়েছেন
আগামী পহেলা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে 3G সেবা তখন শুধুমাত্র 2G ও 5G
সেবা পাওয়া যাবে।
শুধু তাই নয়, জানুয়ারি থেকে আর কোন থ্রিজি হ্যান্ডসেট উৎপাদন উৎপাদন করবে না
মোবাইল সেট কোম্পানি গুলো।
ঐদিন রাজধানীর একটি হোটেলে "5G প্রযুক্তি সম্ভাবনা ও করণীয়" শীর্ষক
সেমিনারে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়. মোবাইল ফোন অপারেটর রবি'র ২৫ বছর পূর্তি
উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী সভাপতিত্ব ও সঞ্চালনা
করেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিআরএনবির সাধারণ সম্পাদক
মাসুদুজ্জামান রবিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস
এডমিনিস্ট্রেশন এর সহযোগী অধ্যাপক ডক্টর খালেদ মাহমুদ। অনুষ্ঠানে বিটিআরসি
চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার, বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম
পারভেজ, রবির চিপ কর্পোরেট এন্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম,গ্রামীণফোনের
কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হোসেন শাহাদাত, বিটিসিএলের এমডি ডক্টর রফিকুল
মতিন,বাংলালিংকের মুখলেসুর রহমান, টেলিটকের রেজাউল করিম রেজভী, আইএসপিএবির সভাপতি
এমদাদুল হক সহ টেলিকম খাতের বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন:
"
পঞ্চম শিল্প বিপ্লবের মহাসড়কের নাম 5G."
৫ জি সেবা চালু করার জন্য দেশে যে পরিবেশে থাকা দরকার সেটি ইতিমধ্যেই নিশ্চিত করা
হয়েছে। এমন পরিস্থিতিতে ৫-জি সেবাকে কেন্দ্র করে টেলিযোগাযোগ খাতের সব
অংশীদারদের নিয়ে এই আয়োজন সত্যিই সময়পোযোগী।পাশাপাশি আমরা ৩-জি বন্ধ করে দিচ্ছি এখন আসলে আমাদের দিন যে কোনো প্রয়োজন
নেই।
বিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার বলেন 5G চালুর বিষয়ে আমরা সবাই
মানসিকভাবে প্রস্তুত। এখন প্রয়োজন একটি সমন্বিত বাজার সমীক্ষা করা। যাতে আমরা
বুঝতে পারি কিভাবে আমরা 5G সেবা বাণিজ্যিকভাবে চালু করতে পারি।
এখানে এমটব অগ্রণী ভূমিকা পালন করতে পারে। বিটিআরসির সিস্টেম অ্যান্ড
সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ বলেন ৫-জি
স্পেকট্রাম রোলআউট করতে হবে, আমাদের ৭০০ ও ৩.৫ ব্যান্ডের স্পেক্ট্রাম রেডি আছে।
নীতিমালা আছে প্রয়োজনে সবার কল্যাণে নীতিমালা পরিবর্তন করা হবে।
রবির চিপ কর্এপোরেট আন্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন আমরা ৫জি নিয়ে প্রস্তুত
আছি।নিয়ন্ত্রক কমিশনের দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। বিটিসিএলের এমডি রফিক
বলেন আমরা অর্থনৈতিক অঞ্চল গুলোকে কানেক্ট করছি। আমরা চেষ্টা করছি ৫-জি যখন আসবে
তখন ঐ সংযোগ যেন কাজে লাগাতে পারি। সব অপারেটরদের সঙ্গে আমরা একসাথে কাজ করছি এবং
অবকাঠামো শেয়ারিং করা হলে আমরা আরও এগিয়ে যাব।
মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান
মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে আপনি নিচের যেকোনো একটি ধাপ ফলো করতে
পারেন। আসা করি উপকৃত হবেন।
- মোবাইল ফোনের Airplan মোড অন করে পুনরায় অফ করলে কিছুক্ষন পর ঠিক হয়ে যায়।
- মোবাইল এর SIM কার্ডটি ঠিক মত পুনরায় লাগিয়ে দেখলে অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায়।
- এবং সর্বশেষ ফোনের power অফ করে পুনরায় অন করে দেখা।
তারপরও যদি মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান না হয় তবে মোবাইল এর সেটিংস্
থেকে Connect Network Manually এর মাধ্যমে নেটওয়ার্ক সমস্যার সমাধান করা
যায়।তারপর API এর মাধ্যমে সুবিধা অনুযায়ী ৩-জি, ৪জি, ৫-জি অন করে দিলেই হয়ে
যাবে।এরপরও যদি সমস্যাটি থেকে যায় তবে Customer Care এ যোগাযোগ করতে হবে।