পটুয়াখালী কিসের জন্য বিখ্যাত | পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম
সূর্যোদয় ও সূর্যাস্তের জেলা নামে খ্যাত পটুয়াখালী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এবং বাংলাদেশের উপকূলীয় জেলা পটুয়াখালী দেশের অন্যতম প্রাচীন শহর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবন্দর।আজকে আমরা জানব পটুয়াখালী কিসের জন্য বিখ্যাত এবং পটুয়াখালী দর্শনীয় স্থান পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম সম্পর্কে । তো চলুন শুরু করা যাক।
আজকে আমরা জানতে পারবঃ
- পটুয়াখালী কিসের জন্য বিখ্যাত
- পটুয়াখালী দর্শনীয় স্থান
- পটুয়াখালীর বিখ্যাত খাবার
- পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম সম্পর্কে
পটুয়াখালী কিসের জন্য বিখ্যাত
পটুয়াখালী কিসের জন্য বিখ্যাত
পটুয়াখালী জেলা মূলত কোয়াকাটা সমুদ্র সৈকত,পানি জাদুঘর,মৃৎশিল্প, পায়রা সেতু,
মহিষের দই, বাপ্পি এবং পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত।পটুয়াখালী গোল
রসের গুঁড় এর জন্যও বিখ্যাত।পটুয়াখালী জেলা তৎকালীন চন্দ্রদ্বীপ রাজ্যের
অন্তর্গত ছিল।পটুয়াখালী জেলার উত্তরে বরিশাল, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভুলা
জেলা এবং পশ্চিমে বরগুনা জেলা অবস্থিত।পটুয়াখালী নামকরণের পিছনে প্রায় 350
বছরের লুণ্ঠন অত্যাচারের ইতিহাস জড়িত আছে বলে ধারণা করা হয়।
জেলা | কিসের জন্য বিখ্যাত |
---|---|
পটুয়াখালী জেলা |
পটুয়াখালী জেলা মূলত কোয়াকাটা সমুদ্র সৈকত, মৃৎশিল্প,পানি জাদুঘর,পায়রা
সেতু, মহিষের দই, বাপ্পি এবং পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য
বিখ্যাত।বিস্তারিত পোস্টে।
|
পটুয়াখালী জেলা কিসের জন্য বিখ্যাত
আমরা জানলাম পটুয়াখালী কিসের জন্য বিখ্যাত সেই সম্পর্কে। চলুন আর একটু জেনে নিই
কি কি অপূর্ব নিদর্শন রয়েছে এই জেলায় জেনে নিই। রয়েছে এখানেঃ
- তৈরি মৃৎশিল্প
- বৈশাখী মেলার গরম মসলার পান
- কলাপাডার রসের চিতই পিঠা
- দক্ষিন এশিয়ার ১ম পানি জাদুঘর
- মৎস্য বন্দর ইত্যাদি ।
পটুয়াখালী
১৮৭১ সালে পটুয়াখালী মহাকুমা এ রূপান্তরিত হয় পরবর্তীতে ১৯৬৯ সালে নতুন
জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় দেশের সাগর বিদউত নতুন জেলা
পটুয়াখালীকে।বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকেই পটুয়াখালী ছিল খুলনা বিভাগের
অন্তর্গত। পটুয়াখালী জেলা সাতটি উপজেলা নিয়ে গঠিত। এ জেলার আয়তন প্রায় 3221
বর্গ কিলোমিটার।পটুয়াখালীতে প্রচুর তরমুজ চাষ হয় তাই একে তরমুজের বাড়িও বলা হয়ে
থাকে।
পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম
আমরা জানলাম পটুয়াখালী কিসের জন্য বিখ্যাত সেই সম্পর্কে। চলুন নিচের ছকের মাধ্যমে
জেনে নিই পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম সম্পর্কে।
নাম | কর্মকাণ্ড |
---|---|
আ স ম ফিরোজ | সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি |
আব্দুল মালেক | সাবেক তথ্য সচিব |
কে এম নুরুল হুদা | বীর মুক্তিযোদ্ধা |
আফজাল হোসেন | বাপ্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট |
শাহজাহান মিয়া | ধর্ম মন্ত্রী |
এস এম শাহজাদা | রাজনীতিবিদ |
মুহিবুর রহমান | রাজনীতিবিদ |
খলিলুর রহমান মোহন | চেয়ারম্যান |
কাজি কানিজ সুলতানা | রাজনীতিবিদ |
কাজী আবুল কাশেম | সাবেক অর্থমন্ত্রী |
কাজী আলমগীর | |
আব্দুল মান্নান | ভিপি |
আব্দুল বাতেন তালুকদার | প্রাক্তন মন্ত্রী |
ড.মুখলেসুর রহমান | |
মোঃ কেরামত আলী | |
জাহাঙ্গীর হোসেন | সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী |
হাবিবুল্লাহ | |
সৈয়দ আশরাফ হোসেন | ভাষা সৈনিক |
এডভোকেট আব্দুল আজিজ | |
রফিকুল ইসলাম | শহিদ বুদ্ধিজীবী |
সোহাগ গাজী | ক্রিকেটার |
কামরুল ইসলাম রাব্বি | ক্রিকেটার |
দীনেশচন্দ্র সেন | ব্রিটিশবিরোধী |
পটুয়াখালী দর্শনীয় স্থান | পটুয়াখালী জেলার দর্শনীয় স্থান
দেশের সবচেয়ে কম বায়ুদূষণ জেলার মধ্যে পটুয়াখালীর অবস্থান দ্বিতীয়।বায়ু
দূষণ কম হওয়ার কারণে পটুয়াখালীতে প্রচুর পরিমাণে গাছপালা এবং প্রাকৃতিক
জলাধার থাকার কথা উঠে এসেছে গবেষকদের মত হতে।মেঘনা নদীর পলল ভূমি ও ছোট ছোট
চরাঞ্চল নিয়ে পটুয়াখালী জেলা গঠিত। সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সবচেয়ে বড়
আকর্ষণ। প্রায় 150 বছর এই পটুয়াখালী জেলার।আমরা ইতিমধ্যে জেনে গেছি পটুয়াখালী
কিসের জন্য বিখ্যাত এবং পটুয়াখালী দর্শনীয় স্থান পটুয়াখালী জেলার বিখ্যাত
ব্যক্তিদের নাম সম্পর্কে.
১। কুয়াকাটা সমুদ্র সৈকত |
২। সীমা বুদ্ধ মন্দির |
৩। ৫২৬ বছরের পুরনো সুন্দরি কমলা রানির দীঘি |
৪। প্রায় ৫০০ বছরের পুরনো মুজিববাডিয়া শাহি জামে মসজিদ। |
৫। শেরে বাংলা এ কে ফজলুল হকের পৈত্রিক বাডি। |
৬। পায়রা সেতু |
৭। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র |
পটুয়াখালী জেলার উপজেলা সমূহ
১। দুমকি |
২। বাউফল |
৩। মির্জাগঞ্জ |
৪। কলাপাডা |
৫। দশমিনা |
৬। গলাচিপা |
৭। রাঙ্গাবালি |
FAQ Section:
প্রশ্নঃ পটুয়াখালী কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ পটুয়াখালী জেলা মূলত কোয়াকাটা সমুদ্র সৈকত,পানি জাদুঘর,মৃৎশিল্প, পায়রা
সেতু, মহিষের দই, বাপ্পি এবং পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত।
প্রশ্নঃ পটুয়াখালী জেলার উপজেলা কয়টি ?
উত্তরঃ সাতটি।
প্রশ্নঃ পটুয়াখালী দর্শনীয় স্থান কি কি ?
উত্তরঃ কুয়াকাটা সমুদ্র সৈকত, সীমা বুদ্ধ মন্দির,পায়রা সেতু সহ অনেককিছু।
প্রশ্নঃ পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম ?
উত্তরঃঅনেক গুরুত্বপূর্ণ মানুষের জন্ম এই পটুয়াখালী জেলায় ।জানতে পুরো
পোস্টটি পড়ুন।
This comment has been removed by the author.
thank your for your feedback
Great post
thank you for your feedback
Informative post👌💖💖💖
আন্তরিক ধন্যবাদ