নীলফামারী জেলার বিখ্যাত ব্যক্তি | নীলফামারী কিসের জন্য বিখ্যাত
নীলচাষীদের নীল খামার থেকে নীলফামারী নামের উৎপত্তি বলে ধারনা করা হয়। নীলফামারী জেলা হিমালয় পর্বত বাহিত পলল দিয়ে গঠিত। করতোয়া আত্রাই ও তিস্তা নদী পলিমাটি এ অঞ্চলের মৃত্তিকা গঠন ও ভূমির উর্বরতা গঠন করছে। ইতিহাসের বিভিন্ন নিদর্শন ও প্রাচীন গ্রন্থ থেকে এ অঞ্চলের আদিম জনবসতির অস্তিত্বের কথা জানা যায় কালের পরিক্রমায় যুদ্ধ বিদ্রোহের মধ্য দিয়ে তারা স্থায়ীভাবে এখানে বসবাস শুরু করেছে। আজকে আমরা জানব নীলফামারী জেলার বিখ্যাত ব্যক্তি ,নীলফামারীর দর্শনীয় স্থান এবং নীলফামারী কিসের জন্য বিখ্যাত সেই সম্পর্কে।
যে সকল বিষয় নিয়ে আজকের আলোচনানীলফামারী জেলার ইতিহাস
নীলফামারীর দর্শনীয় স্থান
নীলফামারী কিসের জন্য বিখ্যাত
নীলফামারী জেলায় কয়টি উপজেলা রয়েছে ?
নীলফামারী জেলার বিখ্যাত ব্যক্তি
নীলফামারী জেলা কিসের জন্য বিখ্যাত
নীলফামারী জেলার ইতিহাস
নীলফামারী একটি প্রাচীন জনপদ রাজধানী ঢাকা থেকে উত্তরপশ্চিম দিয়ে প্রায় 400
কিলোমিটার দূরে হিমালয়ের পাদদেশে তিস্তা, বুড়িক্ষুরা, চাড়ালকাটা, বামন
ডাঙ্গা নদীবিধৌত প্রাচীন জনপদ নীলফামারী জেলা।১৮৮২ খ্রিস্টাব্দে নীলফামারী
মহকুমা হিসেবে যাত্রা শুরু হয় এই জেলার।
নীলফামারী জেলার বিখ্যাত ব্যক্তি
নীলফামারী কিসের জন্য বিখ্যাত
এই নীলফামারি জেলার পূর্বে রংপুর ও লালমনিরহাট
দক্ষিণে রংপুর ও দিনাজপুর পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় এবং
উত্তরে ভারতের শিলিগুড়ি জেলা অবস্থিত।
১৯৯৪ সালে জেলায় পরিণত হওয়া নীলফামারী জেলার থানা ৬টি।নীলফামারীতে
প্রতিবছর প্রচুর পরিমাণ ধান, গম আলু, ভুট্টা এবং আরো অনেক বিভিন্ন প্রকার ফসল
উৎপন্ন হয়। এখানে রয়েছে
- মহাবিদ্যালয় আছে 45 টি
- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে ১টি
- প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট ১ টি
- বিমানবন্দর ১ টি
- সেনানিবাস ১ টি
নীলফামারী জেলার বিখ্যাত ব্যক্তি
আমরা জানলাম নীলফামারী জেলার ইতিহাস সম্পর্কে।এখন জানব নীলফামারী জেলার বিখ্যাত
ব্যক্তি সম্পর্কে। কৃষক বিদ্রোহ, তেভাগা আন্দোলন, 52 এর ভাষা আন্দোলন এবং
একাত্তরের মুক্তিযুদ্ধ নীলফামারী ইতিহাসের অন্যতম অধ্যায়।অনেক বিখ্যাত ব্যক্তির
বাসভুমি এই নীলফামারী জেলা। চলুন জেনে নিই নীলফামারী জেলার বিখ্যাত ব্যক্তি দের
সম্পর্কে।আসাদুজ্জামান নূর, খয়রাত হোসেন, করলাল রায়, মহেশ চন্দ্র রায়,
প্রতেন্দ্রনাথ রায়, ভাষাসৈনিক ও আইনজীবী জনাব দবির উদ্দিন আহমেদ, আবু নাসের
মোহাম্মদ আলী,শামসুল হক, শফিউর রহমান, সমেলা রহমান, কাজী মাহবুবুর রহমান দুলু, ডঃ
জিকরুল হক, বিচারপতি মোস্তফা কামাল, কণ্ঠশিল্পী বেবী নাজনীন অন্যতম
1.আসাদুজ্জামান নূর |
2.খয়রাত হোসেন |
3.করলাল রায় |
4.মহেশ চন্দ্র রায় |
5.রতেন্দ্রনাথ রায় |
6.ভাষাসৈনিক ও আইনজীবী জনাব দবির উদ্দিন আহমেদ |
7.ভাষাসৈনিক আবু নাসের মোহাম্মদ আলী |
8.ভাষাসৈনিক শামসুল হক |
9.ভাষাসৈনিক সমেলা রহমান |
10.কাজী মাহবুবুর রহমান দুলু |
11.ডঃ জিকরুল হক |
- ভাষাসৈনিক শামসুল হক
- বিচারপতি মোস্তফা কামাল
- কণ্ঠশিল্পী বেবি নাজনিন
নীলফামারীর দর্শনীয় স্থান
আমরা জানলাম নীলফামারী জেলার ইতিহাস | নীলফামারী জেলার বিখ্যাত ব্যক্তি এই
বিষয়ে। এখন আমরা জানব নিলফামারির দর্শনীয় স্থান সমূহ সম্পর্কে।
নিলফামারির দর্শনীয় স্থান এর মধ্যে রয়েছে নীলসাগর পর্যটন কেন্দ্র সদর
উপজেলায় অবস্থিত হযরত মহিউদ্দিন চিশতি (র:) এর মাজার মাজার শরীফ, সৈয়দপুরের
চিনি মসজিদ, নীলফামারী জাদুঘর, ময়নামতি দুর্গ, ধর্মপালের রাজবাড়ী, নীলফামারী
শেখ কামাল স্টেডিয়াম, বধ্যভূমি উল্লেখযোগ্য ।
- নীলসাগর পর্যটন কেন্দ্র
- সদর উপজেলায় অবস্থিত হযরত মহিউদ্দিন চিশতি (র:) এর মাজার শরীফ,
- সৈয়দপুরের চিনি মসজিদ,
- নীলফামারী জাদুঘর
- ময়নামতি দুর্গ,
- ধর্মপালের রাজবাড়ী
- নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম
- বধ্যভূমি উল্লেখযোগ্য
নীলফামারী কিসের জন্য বিখ্যাত
এ জেলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প ও সম্পূরক সেচ সুবিধা
দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় অবস্থিত। উত্তরা ইপিজেড এলাকা কর্মসংস্থানে ও
বৈদেশিক মুদ্রা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে। নীলফামারী জেলা মুলত বিখ্যাত
আঞ্চলিক খাবারের মধ্যে একটি শীতল নাপা শাকের ঝোল, আলুর ডাল,পেলকা
ও ডুমুরের সন্দেশ এর জন্য।
এছাড়াও রয়েছে
- দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা
- উত্তরা ইপিজেড
- সিদল
জেনে নিনঃ;
FAQ Section
প্রশ্নঃনীলফামারী কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ নীলফামারী জেলা মুলত বিখ্যাত আঞ্চলিক খাবারের মধ্যে একটি শীদল ,নাপা শাকের ঝোল,;আলুর ডাল,পেলকাও;ডুমুরের সন্দেশএর
জন্য।এছাড়াও ...
প্রশ্নঃনীলফামারীর দর্শনীয় স্থান সমূহ কি কি ?
উত্তরঃ নীলসাগর পর্যটন কেন্দ্র, জাদুঘর, চিনি মসজিদ ছাড়াও অনেক ।বিস্তারিত পোস্টে
প্রশ্নঃ নীলফামারী জেলার উপজেলা কয়টি ?
উত্তরঃ নীলফামারী জেলায় ৬ টি উপজেলা রয়েছে নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা,
কিশোরগঞ্জ, সৈয়দপুর।
প্রশ্নঃ নীলফামারী জেলার বিখ্যাত ব্যক্তি ?
উত্তরঃ আসাদুজ্জামান নূর, খয়রাত হোসেন,মহেশ চন্দ্র রায়,বিচারপতি মোস্তফা কামাল,
কণ্ঠশিল্পী বেবী নাজনীন সহ অনেকেই। বিস্তারিত পোস্টে
খুবি তথ্য বহুল একটা পোস্ট। ধন্যবাদ 💝💝
thank you