মুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাত | মুন্সিগঞ্জের দর্শনীয় স্থান
মুন্সিগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
মুন্সিগঞ্জের প্রাচীন নাম বিক্রমপুর ।এ জেলার পূর্বে মেঘনা নদী এবং
কুমিল্লা জেলা উত্তরে ঢাকা জেলা পশ্চিমে ফরিদপুর এবং পদ্মা নদী
দক্ষিণে ফরিদপুর জেলা অবস্থিত।আপনারা চাইলে নিচের ভিডিও দেখে নিতে পারেন।
মুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাত
আজকে আমরা জানবঃ
যে সকল বিষয় নিয়ে আজকের আলোচনামুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাত
মুন্সিগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত
মুন্সিগঞ্জের রিসোর্ট
মুন্সিগঞ্জের দর্শনীয় স্থান
মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার
মুন্সিগঞ্জের উপজেলা কয়টি
মুন্সিগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তি
মুন্সিগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত
মুন্সিগঞ্জ জেলা মূলত গোল আলু, শীতকালীন শাকসবজি, পদ্মা নদীর ইলিশ,
শ্রীনগরের কামার-কুমার,শীতলপাটি , রামপালের কলা,
ভাগ্যকুল মিষ্টি এবং ঘোল এর জন্য বিখ্যাত ।এছাড়াও মুন্সিগঞ্জ জেলা
বিবিখানা পিঠা, সন্দেশ-ছানা এবং কাঠের বাড়ির জন্য
বিখ্যাত।মুন্সিগঞ্জ জেলার মানুষ অত্যন্ত ভোজনপ্রিয়।সুস্বাদু রান্না ও আপ্যায়নে
এ অঞ্চলের মানুষের রয়েছে আলাদা ঐতিহ্য। বিখ্যাত খাবার গুলোর মধ্যে অন্যতম
হচ্ছে পাথক্ষীরা, এছাড়াও ভাগ্যকুল মিষ্টি তো রয়েছেই।
মুন্সিগঞ্জের রিসোর্ট
আমরা জানলাম মুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাত।প্রাচীনকালে নিঃসন্দেহে মুন্সিগঞ্জ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল এ
অঞ্চলটি খ্রিস্টীয় দশ শতকের শুরু থেকে তের শতকের প্রথম ভাগ পর্যন্ত চন্দ্র,
বর্মন ও সেন রাজাদের রাজধানী ছিল এই মুন্সিগঞ্জ জেলা।আমরা ইতিমধ্যে জেনে গেছি
মুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাত এখন আমরা মুন্সিগঞ্জের দর্শনীয় স্থান সমূহ
সম্পর্কে জানব।
মুন্সিগঞ্জের দর্শনীয় স্থান
মুন্সিগঞ্জ জেলা নদীবাহিত ও সমতল এলাকা। এ জেলার সকল অঞ্চলের মধ্য দিয়ে বিভিন্ন
নদী প্রবাহিত হয়েছে মুন্সীগঞ্জের বেশিরভাগ এলাকা নিম্নভূমি বলে বর্ষার পানিতে
অনেক সময় প্লাবিত হয়ে যায়।আমরা ইতিমধ্যে জেনে গেছি মুন্সিগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত।এখন জানব মুন্সিগঞ্জের দর্শনীয় স্থান সম্পর্কে।এ অঞ্চলের মধ্য দিয়ে পদ্মা, মেঘনা ও ইচ্ছামতী নদী
প্রবাহিত হয়ে গেছে।বাংলাদেশের মানচিত্র মুন্সীগঞ্জের অবস্থান দেখতে অনেকটা
দ্বীপের মত। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই মুন্সিগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ
সম্পর্কে।
মুন্সিগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ
আমরা এতক্ষন জানলাম মুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাত এবং মুন্সিগঞ্জের বিখ্যাত
খাবার সম্পর্কে। চলুন এক নজরে জেনে নিই মুন্সিগঞ্জের দর্শনীয় স্থান সম্পর্কে
- বাংলাদেশের মুন্সিগঞ্জ বা বিক্রমপুর জেলায় কালের সাক্ষী ইমারতের মধ্যে একটি ইদ্রাকপুর কেল্লা যেটি মুন্সীগঞ্জ শহরেই অবস্থিত
- মুন্সিগঞ্জ জেলাতেই রয়েছে দেশের সবচেয়ে বড় এবং নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতু আমাদের সকলের স্বপ্নের পদ্মা সেতু
- নাটেশ্বর দেউল বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন
- মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত বাবা আদম মসজিদ অবস্থিত
- অষ্টাদশ শতাব্দীর প্রাচীন এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন যার নাম সোনারং মসজিদ
- এছারাও রয়েছে বল্লাল সেনের দীঘি
- ভাগ্যকুলের জমিদারবাড়ি
- হাসারার দরগাহ ইত্যাদি।
মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার | মুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাত
আমরা জানলামমুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাত এবং মুন্সিগঞ্জের দর্শনীয় স্থান
নিয়ে।এখন জানব মুন্সিগঞ্জের বিখ্যাত খাব্র নিয়ে।মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার গুলোর
মধ্যে অন্যতম হচ্ছে পাথক্ষীরা , এছাড়াও বিবিখানা পিঠা,সন্দেশ-ছানা ভাগ্যকুল মিষ্টি তো রয়েছেই।
মুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাত
ঢাকা কালেক্টর আওতায় হাজার ১৯৪৭ সালে মুন্সিগঞ্জ মহাকুমায় পরিণত হয় এবং ১৯৮৪
খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ কে জেলা ঘোষণা করা হয়। মোট ৬ টি উপজেলা নিয়ে গঠিত
মুন্সিগঞ্জ জেলার জনসংখ্যা প্রায় ১৫ লক্ষ এবং মুন্সিগঞ্জ জেলার আয়তন ৯৫৪ দশমিক
96 বর্গ কিলোমিটার ।নদীমাতৃক সাংস্কৃতিক ঐতিহ্য ও বাণিজ্য গুরুত্ব সমাহারে
অতুলনীয় এই মুন্সিগঞ্জ জেলা।
মুন্সিগঞ্জের দর্শনীয় স্থান
ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পুরাকীর্তি সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে মুন্সিগঞ্জ
ব্যতিক্রমী সাধারণ করে ইতিহাস ঐতিহ্য আর বুদ্ধিমান মানুষের স্মৃতিতে মুন্সিগঞ্জ
জেলা। বাংলা লোকসংগীত এর এক অনন্য ভান্ডার রয়েছে এ মুন্সিগঞ্জ জেলায়
সারি গান, জারি গান, পালা গান, কবি গান
মুর্শিদি গান, বাউল গান ও পপ গান ছাড়াও সব ধরনের গানের চর্চা
হয় মুন্সিগঞ্জ জেলায়।
মুন্সিগঞ্জ জেলার দর্শনীয় স্থান
মুন্সিগঞ্জের মানুষ সঙ্গীতপ্রিয় সুদূর অতীতকাল থেকে মুন্সিগঞ্জের
ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করলেও পদ্মা-মেঘনা, ধলেশ্বরী,
ইছামতির বাঁকে বাঁকে গড়ে ওঠে জনপদের মানুষ তাদের জীবন ও জীবিকার সুখ দুঃখ হাসি
কান্না নিয়ে গড়ে উঠেছে তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডল।
মুন্সিগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তি
বিভিন্ন সময়ে বিভিন্ন জ্ঞানী-গুণীজন জন্মগ্রহন করেন এই মুন্সিগঞ্জ জেলাতে। তাদের
মধ্যে অন্যতম
- অতীশ দীপঙ্কর
- জগদীশচন্দ্র বসু
- কবি হুমায়ুন আজাদ
- কবি বুদ্ধদেব বসু
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
- মানিক বন্দ্যোপাধ্যায় প্রভৃতি নাম উল্লেখযোগ্য
মুন্সিগঞ্জের উপজেলা কয়টি
মুন্সীগঞ্জ জেলায় মোট ৬ টি উপজেলা রয়েছে। এবং ইউনিয়ন আছে ৬৭ টি ।
শ্রীনগর |
সিরাজদিখান |
লৌহজং |
টংগীবাড়ী |
গজারিয়া |
মুন্সীগঞ্জ সদর |
FAQ
প্রশ্নঃ মুন্সিগঞ্জের উপজেলা কয়টি ?
উত্তরঃ মুন্সীগঞ্জ জেলায় মোট ৬ টি উপজেলারয়েছে বিস্তারিত পোস্টে
- প্রশ্নঃ মুন্সিগঞ্জের ইউনিয়ন কয়টি ?
উত্তরঃ মুন্সীগঞ্জ জেলায় মোট ইউনিয়ন আছে ৬৭ টি।
- প্রশ্নঃ মুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃমুন্সিগঞ্জ জেলা মূলত গোল আলু,শীতকালীন শাকসবজি, পদ্মা নদীর ইলিশ,
শ্রীনগরের কামার-কুমার,শীতলপাটি, রামপালের কলা,ভাগ্যকুল মিষ্টি এবং ঘোল এর জন্য
বিখ্যাত ।এছাড়াও
- প্রশ্নঃ মুন্সিগঞ্জের দর্শনীয় স্থান সমূহ কি কি ?
উত্তরঃইদ্রাকপুর কেল্লা, পদ্মা সেতু,নাটেশ্বর দেউল,বাবা আদম মসজিদ,সোনারং মসজিদ
এছারাও রয়েছে বল্লাল সেনের দীঘি ভাগ্যকুলের জমিদারবাড়ি