রাজশাহী কিসের জন্য বিখ্যাত | রাজশাহীর দর্শনীয় স্থান
বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে ভারতের সীমান্ত ঘেসে সবুজ শ্যামল পরিচ্ছন্ন পরিপাটি
জেলা রাজশাহী। বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী এই রাজশাহী জেলা।
ইতিহাস থেকে জানা যায় এই অঞ্চলের প্রাচীন নাম মহাকাল গড়। প্রশাসনিক বিবর্তনের ফলে
এই অঞ্চলের নাম হয় রামপুর গোয়ালিয়া। রামপুর গোয়ালিয়া থেকে কিভাবে রাজশাহী নামের
উৎপত্তি হয়েছে তার সুস্পষ্ট ব্যাখ্যা নেই। আমরা জানব রাজশাহী কিসের জন্য বিখ্যাত এবং রাজশাহীর দর্শনীয় স্থান সম্পর্কে। এছাড়াও কোন জেলা কিসের জন্য
বিখ্যাত জানতে নিচের ভিডিও দেখুন।
রাজশাহী কিসের জন্য বিখ্যাত
প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, সিল্ক ও আমের নগরী হিসাবে সুপরিচিত এই
রাজশাহী জেলা। সুপ্রসস্থ পরিকল্পিত রাস্তাঘাট, ফুল ও সবুজ বৃক্ষরাশি নগরীকে
দিয়েছে সবুজ নগরীর বিশ্বমর্যাদা। অনেকে মনে করেন এই জনপদ একদা হিন্দু, মুসলিম,
রাজা, সুলতান আর জমিদার শাসিত ছিল বলে নামকরন হয়েছে রাজশাহী। ডব্লিও ডব্লিও
হান্টারের মতে, নাটোরের রাজা রামজিবনের জমিদারী রাজশাহী নামে পরিচিত ছিল এবং সেই
নামই গ্রহন করেন ইংরেজরা।
রাজশাহী কিসের জন্য বিখ্যাত
রাজশাহী জেলা মূলত গ্রীষ্মকালীন ফল যেমন আম, শীতকালীন খেজুরের রস ও খেজুরের গুঁড়,
সিল্ক শাড়ি এবং সংকরের ক্ষীরের চমচমের জন্য বিখ্যাত।রাজশাহী আমের যেমন খ্যাতি
তেমনি প্রসিদ্ধ এখানকার সুমিষ্ট খেজুরের গুঁড়।এছাড়াও ধান, গম, পাঁট ও আখ এ জেলার
প্রধান অর্থকরী ফসল।
রাজশাহীর দর্শনীয় স্থান
আমরা জানলাম রাজশাহী কিসের জন্য বিখ্যাত সেই সম্পর্কে। এখন আমরা
জানব রাজশাহীর দর্শনীয় স্থান সমূহ সম্পর্কে । প্রাচীন স্থাপত্যশৈলীতে ভরপুর
এই রাজশাহী জেলাতে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। চলুন দেখে নেওয়া যাক।
- বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী জেলা শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর। রাজশাহী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই গবেষণা জাদুঘর। তৎকালীন গভর্নর কারমাইকেল এই জাদুঘর উদ্ভদন করেন।বর্তমানে এই জাদুঘরের সংগ্রহশালা ৯০০০ এরও অধিক।
- মোঘল আমলের এক অনন্য স্থাপনা রাজশাহী পুঠিয়া রাজবাড়ী।রাজবাড়ীর সামনের অংশের স্তম্ভ ও রংকরন, কাঠের কাজ, কক্ষের দেয়াল ও দরজার ওপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণশৈলীর পরিচয় বহন করে।
রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত
আমরা ইতিমধ্যে কিছুটা জেনে গেছি রাজশাহী কিসের জন্য বিখ্যাত এবং রাজশাহীর
দর্শনীয় স্থান সম্পর্কে। রাজশাহীর দর্শনীয় স্থান সম্পর্কে আরও বিস্তারিত
জানব।
দেশের প্রধানতম নদী পদ্মা এ জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ
করেছে। পদ্মা নদী এ জেলার মানুষের জীবন-জীবিকার প্রধান চালিকাশক্তি। এছাড়াও এ
জেলার সুমিষ্ট আম ইজারা অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সারাদেশে আমের চাহিদা হিসাবে
দিয়েছে এক অনন্য পরিচিতি।
রাজশাহীর দর্শনীয় স্থান
রাজশাহী কিসের জন্য বিখ্যাত এবং রাজশাহীর দর্শনীয় স্থান সম্পর্কে অনেকটাই আমরা
জেনে গেছি।রাজশাহীর দর্শনীয় স্থান সম্পর্কে আরও একটু জেনে নেওয়া যাক।
- রাজশাহী জেলা শহর হতে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিন পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক বাঘা মসজিদ । ১৫২৩ খ্রিস্টাব্দে এই মসজিদ প্রতিস্থিত হয়।মসজিদের পুড়ামাটির কারুকাজ সত্যিই চমৎকার নির্মাণশৈলীর পরিচয় বহন করে।
- মসজিদের পাশেই রয়েছে হযরত শাহ্ দেউল ও তার পাঁচ সঙ্গীর মাজার শরিফ। বাঘা মসজিদের ঠিক সামনের অংশেই রয়েছে প্রায় ৫২ বিঘা জমির উপর একটি দীঘি।
১৯৯৯ সালে ছাপানো পঞ্চাশ টাকার নোটে এই মসজিদের স্থান পায় যেটি স্থানীয় ভাষায়
পঞ্চাশ টাকার মসজিদ নামে পরিচিত।
রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত
আমরা জেনেছি রাজশাহী কিসের জন্য বিখ্যাত এই সম্পর্কে।এছারাও জেনেছি রাজশাহীর
দর্শনীয় স্থান সম্পর্কে। জেনে নিন রাজশাহী কিসের জন্য বিখ্যাত এবং কোন জেলা
কিসের জন্য বিখ্যাত তা সম্পর্কে।
copy from youtube
রাজশাহীর দর্শনীয় স্থান
রাজশাহী কিসের জন্য বিখ্যাত এই সম্পর্কে জেনেছি।এছারাও জেনেছি রাজশাহীর দর্শনীয়
স্থান সম্পর্কে ।এছারাও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। তাদের মধ্যে
- রাজশাহী চিনিকল যা হরিয়ানা চিনিকল নামেও পরিচিত।এই চিনিকল বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনিকল।
- রাজশাহী শহরের অন্যতম বিনোদন কেন্দ্র পদ্মা পাড়ের টি-বাগ। ইংরেজি বর্ণ T এর মত হওয়ার জন্য এর নাম টি-বাগ। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য মানুষ ভিড় জমায় সারাদিনের ক্লান্তি ও অবসাদ দূর করতে।
- রাজশাহী জেলার অন্যতম পরিচিতি সিল্কসিটি ।
রাজশাহী জেলার বিখ্যাত ব্যক্তি
রাজশাহী জেলায় শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সাহিত্য, রাজনিতি প্রভৃতি ক্ষেত্রে
অসংখ্য প্রতিভাবান ও নিবেদিত প্রান স্ব স্ব অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন। তাদের
মধ্যে
- শহিদ এ.এইচ.এম. কামরুজ্জামান
- জদুনাথ সরকার
- প্রমথনাথ রায়
- মহারাজা জগনিন্দ্রনাথ রায়
- রামপ্রসাদ চন্দ্র
- কুমার শরত কুমার রায়
- অজয় কুমার মৈত্র
আমরা জেনেছি রাজশাহী কিসের জন্য বিখ্যাত এই সম্পর্কে এবং জেনেছি রাজশাহীর
দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিতভাবে। এছাড়াও রাজশাহীর দর্শনীয় স্থান এর
মধ্যে রয়েছে
- বঙ্গবন্ধু হাই টেক পার্ক
- ২য় বঙ্গবন্ধু নভোথিয়েটার
- চার লেনের সড়ক ( সোডিয়াম লাইট)
- পাঁচটি ফ্লাইওভার ইত্যাদি
FAQ Section
প্রশ্নঃ রাজশাহী কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ রাজশাহী জেলা মূলত গ্রীষ্মকালীন ফল যেমন আম, শীতকালীন খেজুরের রস ...
বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়ুন।
প্রশ্নঃ রাজশাহীর দর্শনীয় স্থান কি কি ?
উত্তরঃ বাঘা মসজিদ, বরেন্দ্র জাদুঘর ... বিস্তারিত পোস্টে
প্রশ্নঃ রাজশাহী জেলার উপজেলা কয়টি ?
উত্তরঃ ৯ টি।