চট্টগ্রামের দর্শনীয় স্থান | চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত
বাংলাদেশের দক্ষিন পূর্বাঞ্চলের ৫২৮২.৯২ বর্গ কিলোমিটার আয়তনের জেলা চট্টগ্রাম
জেলা।ইতিহাস, ঐতিহ্য, সামাজিক ও সাংস্কৃতিক বিচিত্রে ভরপুর এই চট্টগ্রাম জেলা যার
বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আজকে
আমরা জানব চট্টগ্রামের দর্শনীয় স্থান এবংচট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত
এই সম্পর্কে বিস্তারিত।
চট্টগ্রাম বিভাগ
ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অসহযোগ আন্দোলন, ১৯৪৭ এর দেশ ভাগ, ১৯৫২
এর মহান ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচনী যুক্তফ্রন্ট এর ব্যাপক সাফল্য,
১৯৬২ এর শিক্ষা আন্দোলন, লালদিঘী ময়দান থেকে ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা ঘোষণা,
৬০ এর দশক জুড়ে আইয়ুব বিরোধী আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, ১৯৭১ এর মহান
মুক্তিযুদ্ধ সহ বাঙালি জাতির প্রতিটি স্বাধিকার আন্দোলনের সাথে চট্টগ্রাম এর
নাম জরিয়ে আছে।এজন্যই ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্য যথার্থ ভাবেই
চট্টগ্রামকে বীর চট্টগ্রাম বলে আখ্যা দিয়েছেন।
chottogram kiser jonno bikkhato
চট্টগ্রামের দর্শনীয় স্থান
চট্টগ্রামকে বলা হয় সৌন্দর্যের রানি। একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্রের নীল
জলরাশি এ জেলাকে দিয়েছে এক অনন্য মাত্রা। এছাড়াও বিভিন্ন ঐতিহাসিক সংগ্রাম আর
আন্দোলনের সম্পৃক্ততা এ জেলার জনগণকে দিয়ে বীরের সম্মাননা। আজকে আমরা
জানব চট্টগ্রামের দর্শনীয় স্থান সমূহ সম্পর্কে বিস্তারিত ভাবে। জেনে
নিন কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন করবেন।
চট্টগ্রামের দর্শনীয় স্থান সমূহ
পর্যটক ও ব্যবসায়ীদের সমাগম ও কর্মবাস্ততা চট্টগ্রাম দেশের প্রধান বাণিজ্যিক
সংযোগস্থলে পরিনত হয়েছে। চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো প্রতিষ্ঠার
ফলে দেশি বিদেশি বিনিয়োগের ক্রমবর্ধমানভাবে শিল্পকারখানা বিকশিত হচ্ছে যা
সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ও কর্মসংস্থানে ব্যাপক অবদান রাখছে।
আরও জানুনঃ
চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থান
আমরা এখন জানব চট্টগ্রামের দর্শনীয় স্থান সম্পর্কে। তারপর আমরা জানব যে
চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত এই বিষয়টির সম্পর্কে।
- এশিয়া মহাদেশের দুটি জাতিতাত্তিক জাদুঘর এর মধ্যে চট্টগ্রামের জাতিতাত্তিক জাদুঘর অন্যতম। যেটি আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত
- চট্টগ্রাম সমুদ্রবন্দর পৃথিবীর ২য় ব্যাস্ততম সমুদ্র বন্দর।
- মোহনা এলাকায় কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের পানির পার্থক্য ধরতে পারা যায়। প্রতিদিন নানা পেশার মানুষের ঢল দেখা যায় এই প্রাকিতিক সৌন্দর্য উপভোগ করতে।
- হালদা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ রুই জাতীয় মাছের প্রাকিতিক প্রজন্ম ক্ষেত্র। এটি পৃথিবীর একমাত্র জোয়ার ভাটা নদী যেখান থেকে সরাসরি রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম আহরিত করা হয়।
- চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের একমাত্র পাখি শালা যেটি শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্কে রয়েছে। এছাড়াও এখানে রয়েছে কেব্ল কার সিস্টেম যেটার মাধ্যমে পুরো এলাকাটি সহজেই দেখা যাবে।
- কর্ণফুলী টানেল
- সন্দ্বীপ
- চন্দ্রনাথ পাহাড়
- পতেঙ্গা সমুদ্র সৈকত
- ওয়ার সিমেট্রি
- এবং বায়জিদ বোস্তামির মাজার শরিফ ছাড়াও আরও অনেক কিছু।
চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত
আমরা এতক্ষন জানলাম চট্টগ্রামের দর্শনীয় স্থান এই সম্পরকে।এখন আমরা
জানব চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত এই সম্পর্কে বিস্তারিতভাবে।চট্টগ্রামের পোস্ট কোড
জেনে নিন এক নজরে।
চট্টগ্রাম জেলা মুলত ঐতিহাসিক
বেলা বিস্কুট, মেজবান, শুটকি মাছ, হালদা নদী, মোহনা এবং জব্বারের বলি
খেলা
এর জন্য বিখ্যাত। এছাড়াও চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড় এবং
পুরাতন জাহাজ ভাঙ্গা এলাকার জন্যও বিখ্যাত।বাংলাদেশের অর্থনৈতিক
সমৃদ্ধিতে চট্টগ্রামের সামুদ্রিক সম্পদ বিপুল সম্ভাবনার দ্বার খুলে
দিয়েছে।পৃথিবীর বৃহত্তম পুরাতন জাহাজ ভাঙ্গা এলাকা সীতাকুণ্ড শহরে অবস্থিত।প্রগতি আমাদের বাংলাদেশের একমাত্র গাড়ি সংযোজনকারি প্রতিষ্ঠিত।
চট্টগ্রাম জেলা কিসের জন্য বিখ্যাত
আমরা ইতিমধ্যে জেনে গেছি চট্টগ্রামের দর্শনীয় স্থান এবং চট্টগ্রাম
কিসের জন্য বিখ্যাত এই সম্পর্কে।চলুন জেনে নিই চট্টগ্রাম জেলার পোস্ট কোড কত
?
বেবসা বাণিজ্য আমদানি রপ্তানি এবং শিল্পায়নের অপার সম্ভাবনা ও সুযোগের কারনে
বহুবছর ধরেই চট্টগ্রাম প্রাচ্চের রানি ও বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা
হয়। আধুনিক চট্টগ্রাম দক্ষিন এশিয়ার অন্যতম একটি সংযোগ কেন্দ্র এবং চট্টগ্রাম
বন্দর দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি যা বাংলাদেশের প্রবেশদ্বার হিসাবে
পরিচিত।
চট্টগ্রামের আয়তন কত
আমরা অলরেডি জেনেছি চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত এবং চট্টগ্রামের
দর্শনীয় স্থান সম্পর্কে। এখন আমরা জানব চট্টগ্রামের আয়তন কত এই সম্পর্কে।
চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ।চট্টগ্রাম জেলার আয়তন ৫২৮২.৯২ বর্গ
কিলোমিটার যেটি বাংলাদেশের দক্ষিন পূর্বাঞ্চলের একটি জেলা।
চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত
১৯৭১ সালের ২৬ শে মার্চের ১ম প্রহরে বাঙালি জাতির পিতা মহান সাধিনতার স্থপতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের স্বাধীনতার ঘোষণা শহিদ জিয়াউর রাহমান এই
চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন যা সকলের নিকট
পৌঁছেছিল।
Faq section
প্রশ্নঃ চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ চট্টগ্রাম জেলা মুলত ঐতিহাসিক বেলা বিস্কুট, মেজবান, শুটকি মাছ, হালদা নদী, মোহনা এবং জব্বারের বলি
খেলা এর জন্য বিখ্যাত।বিস্তারিত পোস্টে।
প্রশ্নঃ চট্টগ্রামের দর্শনীয় স্থান কি কি ?
উত্তরঃ চট্টগ্রামের দর্শনীয় স্থান সমূহ জানতে বিস্তারিত পড়ুন।
সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রশ্নঃ চট্টগ্রামের আয়তন কত ?
উত্তরঃ চট্টগ্রাম জেলার আয়তন ৫২৮২.৯২ বর্গ কিলোমিটার যেটি বাংলাদেশের দক্ষিন
পূর্বাঞ্চলের একটি জেলা।