ওযুর ফরজ কয়টি ও কি কি | ওযু করার নিয়ম
ওযু একটি আরবি শব্দ যার আভিধানিক বা আক্ষরিক অর্থ হচ্ছে সুন্দর, পরিষ্কার, স্বচ্ছ
এবং পবিত্র হওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায়, নির্ধারিত নিয়মে
পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে অজু বলা হয়।
আজকে আমরা জানব ওযুর ফরজ কয়টি ও কি কি এবং ওযু করার নিয়ম সম্পর্কে
বিস্তারিত ইনশাল্লাহ। শুরু করার আগে আপনি নিচের গুরুত্বপূর্ণ পোস্টগুলো অবশ্যই
পড়বেন। কারন প্রতিটি মুমিন বান্দা বান্দির জন্য এসব বিষয় সম্পর্কে জানা অনেক
জরুরি।
যে সকল বিষয় নিয়ে আজকের আলোচনাওযুর ফরজ কয়টি
অজুর ফরজ কয়টি ও কি কি
ওযুর সুন্নত কয়টি
অজুর সুন্নত কয়টি ও কি কি
ওযুর ফরজ ও সুন্নত কয়টি
অজুর মুস্তাহাব কয়টি ও কি কি
ওযু কি ?
ওযুর ফরজ কয়টি ও কি কি সেই বিষয়ে জামার আগে আসুন জেনে নিই ওযু কি ? ওযু একটি
আরবি শব্দ যার আভিধানিক বা আক্ষরিক অর্থ হচ্ছে সুন্দর, পরিষ্কার, স্বচ্ছ এবং
পবিত্র হওয়া।ইসলামী শরীয়তের পরিভাষায়, নির্ধারিত নিয়মে
পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে অজু বলা হয়।
ওযুর ফরজ কয়টি ও কি কি ,ওযু করার নিয়ম
ওযুর ফরজ কয়টি ও কি কি
ওযুর ফরজ কয়টি ও কি কি এবং কিভাবে সঠিক নিয়মে ওযু করবেন সেটি নিয়েই আজকে আমরা
বিস্তারিত আলোচনা করব খুব সুন্দর এবং সহজভাবে ইনশাল্লাহ । আপনি কি জানেন ওযু
কেন এত গুরুত্বপূর্ণ ?
মহান আল্লাহ তা আলা পবিত্র কুরআন মাজিদের সুরা মায়িদাহ তে ওযুর গুরুত্ব বর্ণনা
করেছেন । তিনি বলেছেনঃ
"হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দন্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই
পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসেহ কর এবং টাখনু পর্যন্ত পা (ধৌত কর)। আর যদি
তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও। আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাক
অথবা যদি তোমাদের কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা যদি স্ত্রী সহবাস কর অতঃপর
পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর।"
নামাজের ফরজ কয়টি ও কি কি | নামাজের ওয়াজিব কয়টি। নামাজ পড়ার জন্য ওযু করা বাধ্যতামূলক। নামাজ সহি হবার জন্য ওযু সহি হওয়া প্রয়োজন। নামাজের মধ্যে ফরজ যেমন রয়েছে তেমনি ওযুর ফরজ রয়েছে।
ওযুর ফরজ কয়টি ও কি কি
ওযুর ফরজ মুলত চারটি। ফরজ মানে আমাদের সকলেরই জানা অর্থাৎ অবশ্য পালনীয় ।তাই
ওযুর ফরজ চারটি যা অবশ্যই পালন করতে হবে। চলুন জেনে নেই ওযুর ফরজ কয়টি ও কি
কি
- সমস্ত মুখমণ্ডল ধৌত করা ;
- দুই হাতের কনুই সহ ভালমতো ধৌত করা ;
- মাথা তিন ভাগের একভাগ মাসেহ করা ;
- দুই পায়ের টাখনু সহ ধৌত করা ।
ওযুর ফরজ কয়টি ও কি কি
ওযুর ফরজ সমূহ আপনি চাইলে নিছের ভিডিও থেকে দেখে নিতে পারবেন । আপনাদের সুবিধার
জন্য নিচে থেকে সহজেই জেনে নিন কিভাবে ওযু করবেন বা ওযুর ফরজ কয়টি ও কি
কি এই বিষয়ে।আপনি চাইলে জেনে নিতে পারবেন
চলুন দেখে নিই ওযুর ফরজ কয়টি ও কি কি এবং অজু করার নিয়ম
ওযুর ফরজ কয়টি ও কি কি | ওযু করার নিয়ম
ওযু করার নিয়ম
ওযু করার নিয়ম এটিও গুরুত্বপূর্ণ যেমন গুরুত্বপূর্ণ জানা যে ওযুর ফরজ কয়টি ও কি
কি । শুধু জানলাম ওযুর ফরজ কয়টি ও কি কি কিন্তু জানলাম না ওযু করার নিয়ম সেটি
হতে পারে না । তাই আমরা এখন জানব কিভাবে সঠিক নিয়মে অজু করবেন তা নিয়ে
বিস্তারিত। সাথেই থাকুন
- প্রথমে আমরা অন্তরের অন্তস্থল থেকে নিয়ত করব। আর বান্দার সকল কাজ তার নিয়তের উপর নিভর করে ।তাই নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। জেনে নিন অজু করার নিয়ত
- তারপর ডানহাতের কব্জি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে । পর্যায়ক্রমে বাম হাতের কব্জি পর্যন্ত ধৌত করতে হবে সুন্দরভাবে।
- প্রত্যেক নামাজের ওযুর আগে মেসওয়াক করা নবি করিম (সাঃ) এঁর সুন্নত ।
- যাইহোক তারপর তিনবার কুলি করতে হবে। গরগরিয়ে কুলি করা বাধ্যতামূলক নয়।
- তিনবার নাকের নরম অংশ পর্যন্ত পানি দেওয়া সুন্নত তবে রমজান মশে খেয়াল রাখতে হবে যেন পানি বিতরে প্রবেশ না করে।
- তারপর মুখমণ্ডল ধৌত করতে হবে তিনবার
- উভয় হাতের কনুই পর্যন্ত দউত করতে হবে ।একবার করা ফরজ তিনবার করা সুন্নত
- মাথা তিন ভাগের এক ভাগ মাসেহ করতে হবে
- তারপর গোড়ালি ও তাখনুসহ ধৌত করতে হবে
জেনে নিন -
মহিলাদের তারাবি নামাজের নিয়ম ও নিয়ত
ওযুর দোয়া
ওযুর ফরজ শেষে দোয়া করা ভাল। অজু শেষে কালিমা শাহাদত পড়তে হয়। আপনআদের সুবিধার
জন্য নিচে কালিমা সাহাদত বর্ণনা করা হলঃ
”আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু-লা-শারীকা লাহু ওয়াশহাদু আন্না
মুহাম্মাদান আ’বদুহু-ওয়া রাসূলুহু।”
অর্থঃআমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া আর কোন মা’বুদ নাই। আমি আরও
সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর
বান্দাও প্রেরিত রাসূল।
FAQ SECTION
প্রশ্নঃ ওজুর ফরজকয়টি ও কী কী ?
উত্তরঃ ওজুর ফরজ ৪ টি ।
প্রশ্নঃ ওজুর দোয়া কোনটি ?
উত্তরঃ আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু-লা-শারীকা লাহু
ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আ’বদুহু-ওয়া রাসূলুহু।
প্রশ্নঃ ওজুর সুন্নত কয়টি ?
উত্তরঃ ওজুর সুন্নত ১৪ টি।
ঘুরে দেখুনঃ সোনারগাঁ জাদুঘর
Really very helpful post
Thank you for your feedback
Amazing post💖💖💖
thank you so much