জামালপুর কিসের জন্য বিখ্যাত | জামালপুর জেলার বিখ্যাত ব্যক্তি
বাংলাদেশের মধ্যাংশের একটি অঞ্চল জামালপুর জেলা ।ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক
অঞ্চল।আজকে আমরা জানবো জামালপুর জেলার দর্শনীয় স্থান সম্পর্কে এবং
জামালপুর কিসের জন্য বিখ্যাত এবং জামালপুর জেলার বিখ্যাত ব্যক্তি সেই সম্পর্কে।
এছাড়াও রয়েছেনঃ
যে সকল বিষয় নিয়ে আজকের আলোচনাজামালপুর জেলা কিসের জন্য বিখ্যাত
জামালপুর জেলার ইতিহাস
জামালপুর জেলার আয়তন
জামালপুর জেলার উপজেলাসমূহ
জামালপুর কিসের জন্য বিখ্যাত
জামালপুর জেলার দর্শনীয় স্থান
জামালপুর জেলার বিখ্যাত ব্যক্তি
পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত। বিশেষ করে কৃষি পণ্যের জন্য একটি
গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এই জামালপুর জেলা। এটি রেল পথে জগন্নাথগঞ্জ ঘাট,
এবং বাহাদুরাবাদ ঘাট ও ময়মনসিংহ, টাঙ্গাইল, এবং মেঘালয় (ভারত) এর সঙ্গে
রাস্তা দ্বারা সংযুক্ত। দেশের সবথেকে বড় সার কারখানা এখানেই রয়েছে।
জামালপুর কিসের জন্য বিখ্যাত |জামালপুর জেলার বিখ্যাত ব্যক্তি
জামালপুর কিসের জন্য বিখ্যাত
জামালপুর জেলা মূলত বুড়ির দোকানের রসমালাই, ছানার পোলাও এবং ছানার
পায়েসের জন্য বিখ্যাত আমরা অনেকেই জানি। জামালপুর হস্ত শিল্পের
জন্যও বিখ্যাত।ভারত থেকে আমদানিকৃত পন্য ও রপ্তানির অন্যতম প্রধান
কেন্দ্র হল জামালপুর। দেশের সবথেকে বড় সার কারখানা(যমুনা) রয়েছে জামালপুরে ।
জেনে নিনঃজামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী।
জামালপুর জেলা কিসের জন্য বিখ্যাত
জামালপুরে সর্ব মোট সাতটি উপজেলা রয়েছে।প্রতিটি উপজেলার আছে নিজস্ব
ঐতিহ্য ।যদি কখনো কোথাও প্রশ্ন করা হয় জামালপুর কিসের জন্য বিখ্যাত
তাহলে সুধু এক বাক্যে উত্তর দেওয়া চলবে না। আপনাকে জানতে হবে জামালপুর
কিসের জন্য বিখ্যাত বিস্তারিত।
- জামালপুর সদর উপজেলায় রয়েছে হরিশচন্দ্র নামে একটি দীঘি যা অনেক বছরের পুরনো
- হযরত শাহ জামাল (রহ.) মাজার
- ইসলামপুরের কাঁসার বাসন জামালপুরের বিখ্যাত
- এছাড়াও রয়েছে বকশীগঞ্জের নকশি কাঁথা যার কদর শুধু দেশে নয় বিদেশেও রয়েছে
- মেলান্দহ উপজেলা রয়েছে উন্নত মানের তামা
- এছাড়াও দেওয়ানগঞ্জে রয়েছে চিনিকল যা দেশের চিনির চাহিদা অনেকাংশে পুরন করে থাকে
- মাদারগঞ্জ এর মাছ
- সরিষাবাড়ির সার কারখানা দেশের সবচেয়ে বড় সার কারখানা যার নাম " যমুনা সার কারখানা "
- নান্দিনার পান
- ব্রহ্মপুত্র নদ এর পলিমাটি এই অঞ্চলের জমিকে উভর অরে তুলেছে।
- গান্ধী আশ্রম জামালপুরের মুক্তিযুদ্ধের চেতনা বহন করে।
জামালপুর কেন বিখ্যাত
জামালপুরএর পূর্ব নাম সিংহজানি। পরবর্তীতে হযরত শাহ জামাল (রহ.) এর
আগমনের ফলে এই অঞ্ছলের নাম হয় জামালপুর। জামালপুরের উত্তরে
ব্রহ্মপুত্র নদ এবং শেরপুর জেলা , দক্ষিণে টাঙ্গাইল জেলা এবং মধুপুর
গড়। জামালপুরের পূর্ব পার্শে ময়মনসিংহ জেলা এবং পশ্চিমে
যমুনা নদী। জেনে নিন
জামালপুর জেলার পোস্ট কোড
সম্পর্কে বিস্তারিত
তাছাড়া জামালপুর কিসের জন্য বিখ্যাত তা নিচের কন্টেন্ট পর্যালোচনা করলে
বিস্তারিত জানা যাবে।এতক্ষন আমরা জানলাম জামালপুর কিসের জন্য বিখ্যাত
।এছাড়াও রয়েছে
- হযরত শাহ কামাল (রহ.) মাজার
- নরপাড়া দুর্গ
- মালঞ্চ মসজিদ
শুধু তাই নয় মহান মুক্তিযুদ্ধেও জামালপুরেরও আছে বিশেষ অবদান।বানুয়া
কামালপুর ক্যাম্প সেটিরই প্রমান।জামালপুর ১১ নং সেক্টরের অধিনে ছিল।
জামালপুর জেলার দর্শনীয় স্থান
এখন আমরা জানব জামালপুর জেলার দর্শনীয় স্থান সম্পর্কে। আপনারা
জামালপুর আস্তে পারেন এবং ঘুরে দেখতে পারেন জামালপুর জেলার দর্শনীয়
স্থানসমূহ । এক নজরে আমরা দেখে নিতে পারি কেন জামালপুর আপনার জন্য
।
আপনি কি জামালপুরের ট্রেনের টিকিট কাটতে চান ? তাহলে কিল্ক করুন
ট্রেনের টিকিট মাত্র ২ মিনিটে
- হযরত শাহ কামাল (রহ.) মাজার শরীফ ,কাচারিপাড়া
- হযরত শাহ জামাল (রহ.) মাজার শরীফ যা জামালপুর সদরে অবস্থিত।
- ৩৫০ বছরের পুরনো দয়াময়ী মন্দির যা জামালপুর সদরে অবস্থিত।
- লাউচাপড়া পিকনিক স্পট যেটি জামাল্পুরের বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত।
- লুইজ ভিলেজ পার্ক অ্যান্ড রিসোর্ট , জামালপুর সদর।
- গান্ধী আশ্রম মেলান্দহ উপজেলায় অবস্থিত
জামালপুর কিভাবে যাব ?
আপনি বাস এবং ট্রেনের মাধ্যমে সহজেই জামালপুর আসতে পারবেন। তবে সবচেয়ে ঝামেলা মুক্ত হচ্ছে ট্রেন ভ্রমন।জামালপুরের অন্যতম ২ টি ট্রেন হল জামালপুর এক্সপ্রেস এবং তিস্তা এক্সপ্রেস
জেনে নিন
জেনে নিনঃ কিভাবে জামালপুরের অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন এই সম্পর্কে বিস্তারিত।
কৃষি প্রধান এ অঞ্চলে মূলত প্রধান ফসলের মধ্যে ধান, পাট, আখ, সরিষা বীজ,
চিনাবাদাম, এবং গম হয়।ভারত থেকে আমদানিকৃত পন্য ও রপ্তানির অন্যতম
প্রধান কেন্দ্র হল জামালপুর জেলা ।
পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত। বিশেষ করে কৃষি পণ্যের
জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এই জামালপুর জেলা। এটি রেল পথে
জগন্নাথগঞ্জ ঘাট, এবং বাহাদুরাবাদ ঘাট ও ময়মনসিংহ, টাঙ্গাইল, এবং
মেঘালয় (ভারত) এর সঙ্গে রাস্তা দ্বারা সংযুক্ত।দেশের সবথেকে বড়
সার কারখানা এখানেই রয়েছে।
জামালপুর জেলার
ডাচ বাংলা ব্যাংক এর শাখা
জামালপুর জেলার বিখ্যাত ব্যক্তি
এবার চলুন জেনে নিই জামালপুর জেলার বিখ্যাত ব্যক্তি সম্পর্কে।বিভিন্ন সময়ে নিজস্ব কীর্তি নিয়ে অনেক কৃতি ও গুণী মানুষের জন্ম হয়েছে এই জামালপুর জেলায়।জামালপুর জেলার বিখ্যাত ব্যক্তি দের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিগণ হলেন মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম তার বাড়ী ইসলামপুর।বিএনপির মহাসচিব আব্দুস সালাম তালুকদার, শহীদ আমানুল্লাহ কবীর (বীর বিক্রম) মেলান্দহ, সৈয়দ সদরুজ্জামান হেলাল (বীর প্রতীক) জামালপুর সদর, মোঃ নুরুল ইসলাম (বীর বিক্রম) বকশীগঞ্জ। এছাড়াও আছেন মিজানুর রহমান খান (বীর প্রতীক) ইসলামপুর, বশির আহমেদ (বীর প্রতীক) বকশীগঞ্জ, মোঃ মতিউর রহমান (বীর প্রতীক) বকশীগঞ্জ, এনায়েত হোসেন সুজা (বীর প্রতীক) দেওয়ানগঞ্জ, আনিসুর রহমান (বীর প্রতীক) সরিষাবাড়ী, অনারারী ক্যাপ্টেন বেলাল (বীর প্রতীক) গোপালপুর, জামালপুর সদর, আব্দুল হাকিম (বীর প্রতীক) এদের কে জামালপুর জেলার বিখ্যাত ব্যক্তি বলা হয়ে থাকে। এছাড়াও রয়েছেনঃ
জামালপুর জেলার বিখ্যাত ব্যক্তি | নিজস্ব কীর্তি |
---|---|
1.আনোয়ার হোসেন | নাটকে বাংলার মুকুট বিহীন সম্রাট |
2.ড. আতিউর রহমান | বাংলাদেশ ব্যাংক গভর্ণর |
3.মরহুম নজরুল ইসলাম বাবু | বিখ্যাত গীতিকার ও শিল্পী |
4.আব্দুল্ল্যাহ আল মামুন | প্রয়াত নাট্যব্যক্তিত্ব |
5.মরহুম হাসান হাফিজুর রহমান | মুক্তিযুদ্ধের ইতিহাস রচনাকারী |
6.গিয়াস মাস্টার | নাট্যকার |
7.এম এস হুদা | নাট্যকার |
8.মরহুম আব্দুল করিম | স্পীকার |
9.আব্দুল জব্বার | প্রধান প্রকৌশলী |
10.মরহুম এডভোকেট আনোয়ারুজ্জামান | ভাষা সৈনিক |
11.নাট্যকার আমজাদ হোসেন | জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত |
- মরহুম আ: ওয়াদুদ মাস্টার।
- মরহুম প্রিন্সিপাল রইছ উদ্দিন।
- মরহুম আশেক মাহমুদ তালুকদার।
- মরহুম নঈম মিয়া।
- মরহুম কাদা মিয়া।
- মরহুম মোখলেসুর রহমান ফকির।
- শ্রী বঙ্কিম বিহারী রাউৎ।
- স্বর্গীয় নলিণী মোহন দাশ মাখন বাবু।
- মরহুম মজিবর রহমান ও আবুল কালাম আজাদ প্রমূখ।
জেনে নিনঃ শেরপুর কিসের জন্য বিখ্যাত
জামালপুরের বিখ্যাত খাবার
বলা হয়ে থাকে জামালপুরের মানুষ অনেক ভোজনপ্রিয়।জামালপুরের তৈরি পিঠা পায়েস ও ছানার পাশাপাশি এখানকার ঐতিহ্যবাহী মিল্লি ভাত বা মেন্দা সারা বাংলাদেশ এ বিখ্যাত।এই ঐতিহ্যবাহী খাবার শুধুমাত্র জামালপুর জেলাতেই পাওয়া যায়।মৃত মানুষের চল্লিশা বা মিলাদ মাহফিলে কড়া আয়োজনের প্রধানতম খাবার এই মিল্লি বা পিথালি।
এছাড়াও রয়েছেঃ
- বুডির দোকানের মিষ্টান্ন
- মিল্লিভাত বা পিঠালি
- ছানা ও পায়েস
- কলার নাস্তা ইত্যাদি।
FAQ section
প্রশ্নঃজামালপুর কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ জামালপুর জেলা মূলত বুড়ির দোকানের রসমালাই, ছানার পোলাও এবং তৈরি
ছানার পায়েসের জন্য বিখ্যাত।
প্রশ্নঃজামালপুর জেলার দর্শনীয় স্থান সমূহ কি কি ?
উত্তরঃ
- হযরত শাহ কামাল (রহ.) মাজার শরীফ ,কাচারিপাড়া
- হযরত শাহ জামাল (রহ.) মাজার শরীফ যা জামালপুর সদরে অবস্থিত।
- ৩৫০ বছরের পুরনো দয়াময়ী মন্দির যা জামালপুর সদরে অবস্থিত।
- লাউচাপড়া পিকনিক স্পট যেটি জামাল্পুরের বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত।
- লুইজ ভিলেজ পার্ক অ্যান্ড রিসোর্ট , জামালপুর সদর।
- গান্ধী আশ্রম মেলান্দহ উপজেলায় অবস্থিত
জামালপুরের উপজেলা কতটি ?
উত্তরঃ সাতটি
খুবই সুন্দর লিখেছেন। এগিয়ে যান 😊
অনেক ভালো লাগলো নিজ জেলা সম্পর্কে জানতে। ❤️❤️
আন্তরিক ধন্যবাদ আপনার ফিডব্যাক এর জন্য। সব নিউজ এর সাথেই থাকুন