জন্ম নিবন্ধন অনলাইন | জন্ম নিবন্ধন অনলাইন আবেদন
জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর
আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের
জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা
কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা।
আজকে আমরা জানতে পারব:জন্ম নিবন্ধন অনলাইন
জন্ম নিবন্ধন অনলাইন করতে কি কি লাগে
জন্ম নিবন্ধন ১৬ থেকে ১৭ সংখ্যা কিভাবে করা যায়
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই
জন্ম নিবন্ধন অনলাইন
জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য আপনাদের নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে
কোন ঝামেলা ছাড়াই জন্ম নিবন্ধন অনলাইন করতে পারবেন।যদি কেও জন্ম নিবন্ধন
আইন লঙ্ঘন করেন তবে সংশ্লিষ্ট বাক্তি অনধিক ৫০০ টাকা জরিমানা ও ২ মাস বিনাশ্রম
কারাদণ্ডে দণ্ডিত হবেন।
আরও জানুন ঃ
জন্ম নিবন্ধন অনলাইন গুরুত্বপূর্ণ কেন?
আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে জন্ম নিবন্ধন দরকার পড়ে যার
কারনে জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করতে হয় । আমদের নানা কাজে জন্ম
নিবন্ধন দরকার যা নিচে তালিকা আকারে প্রকাশ করা হল।
1.জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি |
2.বিবাহ নিবন্ধন |
3.স্কুলে ভর্তি |
4.বিবাহ নিবন্ধন |
5.পাসপোর্ট ইস্যু |
6.ড্রাইবিং লাইসেন্স ইস্যু |
7.ট্রেড লাইসেন্স ইস্যু |
8.আমদানি ও রপ্তানি লাইসেন্স ইস্যু |
9.ব্যাংক অ্যাকাউন্ট খোলা |
10.গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি |
11.বাল্যবিবাহ প্রতিরোধ |
12.শিশুশ্রম প্রতিরোধ |
13.বাড়ির নকশা অনুমোদন |
14.গাড়ি রেজিস্ট্রেশন |
15.জমি রেজিস্ট্রেশন |
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশ সরকারের
ওয়েবসাইট জন্ম নিবন্ধন অনলাইন
এ ক্লিক করতে হবে ।
- নিবন্ধক কার্যালয়ের জন্য আপনার জন্ম স্থান বা স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা, প্রভৃতি ধাপ পার হয়ে ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করতে হবে।
- অনলাইন জন্ম নিবন্ধনের আবেদন ফরম প্রথমে বাংলায় (ইউনিকোড) ও পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর প্রয়োজনীয় সম্পাদনা করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন।
- সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আবেদন পত্রটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে স্থানান্তিরত হয়ে যাবে, আবেদনকারীর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না।
- অতঃপর পরবর্তী ধাপে প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদন পত্রের মুদ্রিত কপি পাবেন।
- সনদের জন্য ১৫ দিনের মধ্যে উক্ত আবেদন পত্রে নির্দেশিত প্রত্যয়ন সংগ্রহ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের সত্যায়িত কপিসহ নিবন্ধক অফিসে যোগাযোগ করুন।
জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম
সরকারি সফটওয়্যারে কোন তথ্য সংযোজন বা বিয়োজন সংশোধন হিসাবে গণ্য হবে।
নিবন্ধনের ক্ষেত্রে প্রথমেই তা উভয় ভাষায় করা প্রয়োজন ছিল। ইংরেজিতে না থাকায়
তা এখন সংযোজন করতে গেলে তাও সংশোধন হিসাবে গণ্য হবে এবং তা জন্ম ও মৃত্যু
নিবন্ধন বিধিমালা ২০১৮-এর ১৫ বিধি অনুযায়ী সংশোধন করতে হবে। আপনার জন্ম নিবন্ধণ
সংশোধন করতে ক্লিক করুন জন্ম নিবন্ধন অনলাইন সংশোধন এক্ষেত্রে যদি আপনার তথ্য ডাটাবেসে থাকে তবে সংশোধন করতে পারবেন। এর না
থাকলে পুনরায় নতুন করে জন্ম নিবন্ধন অনলাইন আবেদন
করতে হবে।
১৬ ডিজিট থেকে কিভাবে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন করব?
১৭ ডিজিটের কম জন্ম নিবন্ধন নম্বর হলে সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ে পুরাতন
সনদটি জমা প্রদান করে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর সম্বলিত সনদ নেওয়া
যাবে। নিবন্ধনের সকল স্তরের মত এক্ষেত্রেও নাগরিকের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার
করতে হবে।
জন্ম নিবন্ধন নম্বর ১৬ ডিজিট হলে বা ১৭ ডিজিটের কম হলে, প্রথম ১১ ডিজিটের পর ০
(শুন্য) যুক্ত করে ১৭ ডিজিট করতে পারবেন। ক্লিক করে জানুন
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন
নতুন জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করতে কি কি লাগে ?
শিশুর বয়স ০-৪৫ দিন হলে
১।শিশুর টিকা কার্ড |
২।মা ও বাবার জাতীয় পরিচয়পত্র |
৩।মা ও বাবার জন্ম নিবন্ধন অনলাইন (বাংলা ও ইংরেজি সহ) |
৪।মা ও বাবার সচল মোবাইল নম্বর |
৫।বাসার হোল্ডিং নম্বর |
শিশুর বয়স ৪৫দিন থেকে ৫ বছর হলে
- শিশুর টিকা কার্ড
- মা ও বাবার জন্ম নিবন্ধন অনলাইন (বাংলা ও ইংরেজি সহ)
- মা ও বাবার জাতীয় পরিচয়পত্র
- বাসার হোল্ডিং নম্বর
- মা ও বাবার সচল মোবাইল নম্বর
- প্রজুজ্জ ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যায়নপত্র।
- ১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি
শিশুর বয়স ৫ বছরের বেশি হলে
- বয়স প্রমানের জন্য চিকিৎসকের প্রত্যায়ন পত্র
- মা ও বাবার জাতীয় পরিচয়পত্র
- মা ও বাবার জন্ম নিবন্ধন অনলাইন (বাংলা ও ইংরেজি সহ)
- প্রাথমিক শিক্ষা সমাপনি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের কপি
- বাসার হোল্ডিং নম্বর
- জন্মস্থান প্রমানের জন্য জমি বা বাড়ির খাজনা দাখিল পত্র
- মা ও বাবার সচল মোবাইল নম্বর
আপনারা জানলেন কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করতে হয়।
আরও
জানতে ক্লিক করুন
This comment has been removed by the author.