তাসাহুদ | দোয়া কুনুত বাংলা উচ্চারণ | দরুদ শরীফ বাংলা উচ্চারণ
আসসালামু আলাইকুম । আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব।দোয়া
কুনুত , দোয়া মাসুরা , তাসাহুদ , দরুদ শরীফ এবং দরুদ শরীফ বাংলা
উচ্চারণ সম্পর্কে জানব।প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব
ইনশাল্লাহ।
শুরু করার আগে আপনি চাইলে নিচের গুরুত্বপূর্ণ পোস্টগুলো দেখে নিবেন অবশ্যই।
আপনি জেনে নিতে পারবেন
তাসাহুদ | দোয়া কুনুত বাংলা উচ্চারণ | দরুদ শরীফ | দরুদ শরীফ বাংলা উচ্চারণ
তাহলে চলুন আমরা পরম করুনাময় আল্লাহর নামে শুরু করি। আপনি সহজেই আপনার
কাঙ্ক্ষিত জিজ্ঞাসার বিস্তারিত জানতে পুরো কন্টেন্ট পরুন।তাহলে শুরু করা
যাক।
দরুদ শরীফ বাংলা
দরুদ একটি ফারসি শব্দ। আমাদের প্রিয় নবি হযরত মোহাম্মাদ (সাঃ) তাঁর প্রতি এবং
তাঁর পরিবার পরিজন ,আত্মীয়স্বজন সন্তান-সন্ততি এবং সহচরদের প্রতি আল্লাহ্র
দয়া ও শান্তি বর্ষণের জন্য প্রার্থনা করাই দুরূদ শরীফ। দুরূদকে প্রায়ই
সম্মানসূচকভাবে ইসলামী পরিভাষায় “দুরূদ শরীফ” বলা হয়ে
থাকে।
মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে উল্লেখ করে বলেছেন যে,
اِنَّ اللّٰهَ وَ مَلٰٓئِکَتَهٗ یُصَلُّوۡنَ عَلَی النَّبِیِّ ؕ یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَیۡهِ وَ سَلِّمُوۡا تَسۡلِیۡمًا
অর্থঃ আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, তাঁর ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ
প্রার্থনা করে। হে মু’মিনগণ! তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা কর এবং যথাযথ
শ্রদ্ধাভরে সালাম জানাও। (সুরা আহজাব ,আয়াত-৫৬)
জেনে রাখা প্রয়োজন যে
নামাজের ওয়াজিব কয়টি ও কি কি
তাসাহহুদ বাংলা উচ্চারন
আজকে আমরা দরুদ শরীফ বাংলা উচ্চারন সম্পর্কে জানব। আমরা যখন নামাজ পড়ি তখন শেষ
বৈঠকে দরুদ শরীফ পাঠ করে থাকি। এছারাও আমাদের প্রিয় নবি পাক হযরত মোহাম্মাদ
(সাঃ) তাঁর প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমরা দরুদ শরীফ পাঠ করি।
আমরা জানব দরুদ শরীফ বাংলা উচ্চারন সম্পর্কে। তাহলে আর দেরি না করে চলুন জেনে
নিই দরুদ শরীফ বাংলা উচ্চারন কিভাবে হবে।
দরুদ শরীফ বাংলা
দরুদ শরীফ বাংলা উচ্চারনঃ
আললাহুম্মা সাললিআলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাললাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা
হামিদুম্মাজীদ।
আললাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা
হামীদুম্মাজীদ।
দরুদ শরীফ বাংলা অর্থ
হে পরম করুনাময় আল্লাহ ! আমি আমার ওপর অনেক জুলুম করেছি। আর আপনি ছাড়া
গুনাহসমূহ কেও ক্ষমা করতে পারে না। অতএব ,আমাকে আপনার পক্ষ থেকে বিশেষ
ক্ষমা দ্বারা মাফ করে দিন, আর আমার প্রতি দয়া করুন।আপনিই তো ক্ষমাকারী , পরম
দয়ালু। (দরুদ শরীফ)
জানুন
মহিলাদের তারাবির নামাজের নিয়ম
সম্পর্কে বিস্তারিত।
তাসাহুদ | তাসাহহুদ বাংলা উচ্চারন
এখন আমরা জানব তাসাহুহ বা আত্তাহিয়াতু সুরা সম্পর্কে। আমাদের অনেকেই আছি এখন
পর্যন্ত এই আত্তাহিয়াতু সুরা বা তাসাহুদ পারি না। জাতে করে আমাদের নামাজ শুদ্ধ
হয় না। আমাদের জানা সত্ত্বেও আমরা তা শিখার চেষ্টা করি না।তাই আমরা জানব
আত্তাহিয়াতু বা তাসাহুদ সম্পর্কে বিস্তারিত।
আত্তাহিয়াতু সুরা | তাসাহুদ
চলুন জেনে নিই তাসাহুদ বা আত্তাহিয়াতু সুরা আরবি উচ্চারন সম্পর্কে। আমরা
আপনাদের সুবিধার জন্য নিচে সুন্ধর করে বলার চেষ্টা করেছি তাসাহুদ বা
আত্তাহিয়াতু সুরা সম্পর্কে।
আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-ত্বায়্যিবাতু;
আস-সালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ,
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিছ ছালিহীন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া
রাসুলুহু।
আপনারা তাসাহুদ বা আত্তাহিয়াতু সুরা , দরুদ শরীফ , দরুদ শরীফ বাংলা উচ্চারন
সম্পর্কে জানলেন। এখন আমরা দোয়া কুনুত ও দোয়া মাসুরা নিয়ে জানব ইনশাল্লাহ।দোয়া
কুনুত ও দোয়া মাসুরা য়েনি জানতে নিছের লিখাগুল অনুসরন করুন।
দোয়া কুনুত বাংলা
আমাদের মাঝে এখনও অনেকে আছি যারা এখনও দোয়া কুনুত বাংলা জানি না । আসুন জেনে
নেই দোয়া কুনুত বাংলা উচ্চারন ।আমাদের এই সেকশনে আমরা দোয়া কুনুত বাংলা এবং
দোয়া কুনুত অর্থ কি জানব।
আল্লাহুম্মা ইন্না নাসতা’ইনুকা
ওয়া নাসতাগফিরুকা
ওয়া নু”মিনুবিকা
ওয়া নাতাওয়াক্কালু ’আলাইকা
ওয়া নুছনি ’আলাইকাল খাইর
ওয়া নাশকুরুকা
ওয়া লাা নাকফুরুকা
ওয়া নাখলায়ু
ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা
আল্লাহুম্মা ইয়্যাকা না’য়্ বুদু
ওয়া লাকা নুসাল্লী
ওয়া নাসজুদু
ওয়া ইলাইকা নাস’য়া
ওয়া নাহ্ফিদু
ওয়া নারজুউ রাহ্ মাতাকা
ওয়া নাখ্ শাা ‘আযাবাকা
ইন্না ‘আযাবাকা বিলকুফফারি মুলহিক্ব
এতক্ষন আমরা জানলাম দোয়া কুনুত বাংলা অর্থ ।এছাড়াও জানলাম দরুদ শরীফ বাংলা
অর্থ । তাসাহুদ বা আত্তাহিয়াতু সুরা সম্পর্কে। এবার আমরা জানব দোয়া মাসুরা
বাংলা সম্পর্কে।
দোয়া মাসুরা
এখন আমরা জানব দোয়া মাসুরা সম্পর্কে। আমাদের এখনও অনেকে আছি জারা আত্তাহিয়াতু
সুরা বা তাসাহুদ এবং দরুদ শরীফ জানি কিন্তু দোয়া মাসুরা জানিনা।যেটি আমাদের
জন্য খুবই দুঃখজনক। এই দোয়া মাসুরা না জানলেও আমাদের নামাজ সহিহ হবে না । তাই
আমাদের এই বিষয়টি খ্যাল রাখতে হবে।
দোয়া মাসুরা বাংলা
যারা আরবি জানেন তারা দোয়া মাসুরা আরবি দেখে নিতে পারেন নির্ভুলতার জন্য। আপনি
চাইলে দোয়া মাসুরা বাংলা উচ্চারণও পরতে পারেন ।তাঁর জন্য নিচের সেকশান ফলো
করুন।
اللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ
ظُلْمْاً كَثِيْراً، وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِيْ
مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُوْرُ
الرَّحِيْمُ
দোয়া মাসুরা বাংলা উচ্চারন
এখন আমরা জানব দোয়া মাসুরা বাংলা উচ্চারন সম্পর্কে। নিচে দোয়া মাসুরা বাংলা
উচ্চারন দেওয়া হল। খুব সহজেই পড়ে নিতে পারবেন।
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরাও
ওয়ালা ইয়াগ ফিরুয যুনূবা ইল্লা আন্তা; ফাগফির লী মাগফিরাতাম
মিন ইন্দিকা ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গফুরুর রাহীম।
দোয়া মাসুরা বাংলা অর্থ
হে আল্লাহ্! আমি আমার নিজের উপর অনেক অত্যাচার করেছি, গুনাহ মাফকারী একমাত্র
আপনিই অতএব আপনি আমাকে সম্পূর্ণ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই
আপনি ক্ষমাশীল পরম দয়ালু।
বহুল আলোচিত প্রশ্নসমুহ - FAQ
প্রশ্নঃ দরুদ শরীফ বাংলা অর্থ কি?
উত্তরঃ মহান আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, তাঁর ফেরেশতাগণ নবীর জন্য
অনুগ্রহ প্রার্থনা করে। হে মু’মিনগণ! তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা কর
এবং যথাযথ শ্রদ্ধাভরে সালাম জানাও।
প্রশ্নঃ দরুদ শরীফ বাংলা উচ্চারন কি?
উত্তরঃ আল্লাহুম্মা সাললিআলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা
সাললাইতা আলা ইব্রাহীমা
প্রশ্নঃ আত্তাহিয়াতু সুরা বা তাসাহুদ বাংলা উচ্চারন কি?
উত্তরঃ আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-ত্বায়্যিবাতু; আস-সালামু
আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ , আসসালামু আলাইনা
ওয়া আলা ইবাদিল্লাহিছ ছালিহীন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
প্রশ্নঃ দোয়া কুনুত বাংলা উচ্চারন কি?
উত্তরঃ আল্লাহুম্মা ইন্না নাসতা’ইনুকা ওয়া নাসতাগফিরুকা ওয়া নু”মিনুবিকা ওয়া নাতাওয়াক্কালু ’আলাইকা ওয়া নুছনি ’আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লাা নাকফুরুকা ওয়া নাখলায়ু ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না’য়্ বুদু ওয়া লাকা নুসাল্লী ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাস’য়া ওয়া নাহ্ফিদু ওয়া নারজুউ রাহ্ মাতাকা ওয়া নাখ্ শাা ‘আযাবাকা ইন্না ‘আযাবাকা বিলকুফফারি মুলহিক্ব
উত্তরঃ আল্লাহুম্মা ইন্না নাসতা’ইনুকা ওয়া নাসতাগফিরুকা ওয়া নু”মিনুবিকা ওয়া নাতাওয়াক্কালু ’আলাইকা ওয়া নুছনি ’আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লাা নাকফুরুকা ওয়া নাখলায়ু ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না’য়্ বুদু ওয়া লাকা নুসাল্লী ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাস’য়া ওয়া নাহ্ফিদু ওয়া নারজুউ রাহ্ মাতাকা ওয়া নাখ্ শাা ‘আযাবাকা ইন্না ‘আযাবাকা বিলকুফফারি মুলহিক্ব
প্রশ্নঃ দোয়া মাসুরা বাংলা অর্থ ?
উত্তরঃ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরাও ওয়ালা ইয়াগ
ফিরুয যুনূবা ইল্লা আন্তা; ফাগফির লী মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ার হামনী
ইন্নাকা আন্তাল গফুরুর রাহীম।